চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে দুই মাদককারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়েছে ছিনিয়ে নিয়েছে তৃতীয় লিঙ্গের লোকজনসহ তাদের সহযোগীরা। এ সময় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুকনসহ দুই পুলিশ সদস্য আহত হন।
গ্রেপ্তার দুই মাদককারবারির নাম হানিফ ও দেলোয়ার।
এদিকে থানার পুলিশ ফাঁড়ির থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সড়ক অবরোধ করার চেষ্টা করলে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার কালুরঘাট পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর উত্তর জোনের পুলিশের উপকমিশনার (ডিসি) মোখলেছুর রহমান।
মোখলেছুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘হানিফ ও দেলোয়ার নামের দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ শনিবার গ্রেপ্তার করে চান্দগাঁও থানার পুলিশ ফাঁড়িতে নেওয়া হচ্ছিল। আসামি গ্রেপ্তারের খবর পেয়ে কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ ও মাদককারবারি একজোট হয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মেরে আসামি হানিফ ও দেলোয়ারকে ফাঁড়ি থেকে ছিনিয়ে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘ঘটনার একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুরো এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছিনতাই হওয়া দুই আসামিসহ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযান শুরু হয়েছে।’
এমএ/ডিজে