চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে বলে জানা গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন ছাত্রলীগ সদস্য হলেন—মো. আরিফ (২০), মো. সুমন (৩০) ও তৌহিদুল ইসলাম (৩২)। এছাড়া অপরজন হলেন এসএম সেলিম উদ্দিন (৫৪)।
জানা গেছে, গ্রেপ্তার তিন ছাত্রলীগ সদস্যসহ চারজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার আসামিদের আদালতে পাঠানো হবে।
ডিজে