চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ চারজনকে আটক করা হয়েছে।
আটক চার জুয়াড়ি হলেন—মো.আবু কাউছার (৩১), মো. মামুন (২৩), মো. ইসমাইল (৪২) ও মো. ফয়সাল (৩২)।
শনিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চান্দগাঁওয়ের বাড়ইপাড়ার পশ্চিমপাড়া বিলে এ অভিযান চালায় চান্দগাঁও থানা পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, চান্দগাঁওয়ের বাড়ইপাড়ার পশ্চিমপাড়া বিলে জুয়ার আসরে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
আটক জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলার ১০৪টি তাস ও নগদ ৩ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আফতাব উদ্দিন।
ডিজে