চান্দগাঁওয়ের রোদেলা রেস্টুরেন্টের ফিরনিতে পোকা, খাবারে ক্ষতিকর কেমিক্যাল

চট্টগ্রামের চান্দগাঁওয়ে খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফিরনিতে পোকাসহ নানা অপরাধে রোদেলা নামে একটি একটি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম নগরীর মির্জাপুল, কাপ্তাই রোড ও সীতাকুণ্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালযয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও আনিছুর রহমান।

উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ জানান, ডিম, মুরগি, বিভিন্ন ধরনের সবজি, ওষুধ, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় নগরীর মির্জাপুল এলাকায় এ্যারোমা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে কাপ্তাই রোড এলাকায় খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, বাসি রান্না করা গ্রিল জাতীয় মাংস ফ্রিজে সংরক্ষণ ও মেয়াদহীন দধি, পোকাযুক্ত ফিরনি, পোড়া তেলের ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে রোদেলা রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব ঘরকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm