চাটগাঁর সংবাদের বর্ষপূর্তিতে মির্জাখীল স্কুল অ্যান্ড কলেজে ফ্রি হেলথ ক্যাম্প শুক্রবার

‘চাটগাঁর সংবাদ’ পত্রিকার ১০ম বর্ষপূর্তি উপলক্ষে সাতকানিয়ার মির্জাখীল হাই স্কুল অ্যান্ড কলেজে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দেশের ২৩জন বিশেষজ্ঞ ডাক্তার হেলথ ক্যাম্পটিতে বিনামূল্যে চিকিৎসা প্রদান দেবেন।

জানা গেছে, গত ১২ অক্টোবর পর্যন্ত চিকিৎসাপ্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার শেষ সময় ছিল। এর মধ্যে এক হাজারের অধিক রোগীর রেজিস্ট্রেশন জমা পড়েছে।

ফ্রি হেলথ ক্যাম্পে গাইনি ও প্রসূতি, নবজাতক, শিশুরোগ, মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, বাত-ব্যথা, চর্ম ও যৌন, চোখ, দাঁত, নাক-কান-গলাসহ অন্যান্য রোগের বিশেষজ্ঞ ডাক্তাররা থাকবেন।

ডাক্তারদের মধ্যে থাকবেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এএসএম মোস্তাক আহমেদ, ডা. নুরুল আমিন, অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, ডা. মোরশেদ আলী, ডা. মনজুরুল কাদের চৌধুরী, ডা. মো. আব্বাস উদ্দিন চৌধুরী, ডা. মোহাম্মদ মঈনউদ্দিন চৌধুরী, ডা. আহামদ রহিম, ডা. মোহাম্মদ জুনাইদ চৌধুরী, ডা. সালমা আক্তার শিমু, ডা. খালেদ বিন হোসাইন (সাগর), ডা. বেগম তাহমিনা সুলতানা (লাবনী), ডা. এ আর রায়হান ছিদ্দিকী, ডা. মোহাম্মদ সৌমিম (শামীম), ডা. ফরহাদ কবির, ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, ডা. এনামুল হক, ডা. মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ, ডা. মোহাম্মদ সৌমিক সালমান, ডা. উম্মে তাসনিম রেজা, ডা. মুহাম্মদ জসীম উদ্দীন, ডা. শাহেদা আক্তার রোজী, ডা. মিনহাজুস সোয়ালেহীন সিদ্দিকী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm