চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজের ১৫ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে ওই শিশুর পরিচয় জানা যায়নি।

বুধবার (১২ জুন) ভোরে খালের ১৪ নম্বর গলির মুখে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। নিখোঁজ হওয়া আরেক শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা গেছে, ফিশারিঘাটের চাক্তাই খালের মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই দুই শিশু গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়। কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার ভোরে স্থানীয়দের লাশ ভাসার খরব পেয়ে উদ্ধার অভিযান আবার শুরু করলে একজনের মরদেহ উদ্ধার করা করে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বাকলিয়ার একটি খাল থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মরদেহটি চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm