চট্টগ্রামের চাক্তাইয়ে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আড়তদার ও ব্যবসায়ী সমিতি। সাধারণত সপ্তাহের প্রতি শুক্রবার কিছু খুচরা ব্যবসায়ী দোকান খোলা রাখলেও ওইদিন সবাই দোকান বন্ধ রাখবে বলে জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে।
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯২তম আবির্ভাব তিথি ও ধামের যুগপূর্তি উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতি।
জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অনুমতিতে আগামী বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত মধ্যম চাক্তাইয়ের রাস্তায় সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ফলে লোড-আনলোড ও দোকান বন্ধ রেখে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শ্রীশ্রী লোকনাথ ধামের অনুষ্ঠান সাফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন জানান, ব্যবসায়ীদের সুবিধার্থে শুক্রবার (৯ সেপ্টেম্বর) দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যম চাক্তাই শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯২তম আবির্ভাব তিথি ও ধামের যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে—তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এএস/ডিজে