চাক্তাইয়ের পচা সুপারি পরিষ্কার হয় কেমিক্যাল দিয়ে, ব্যবসায়ীকে অর্থদণ্ড দেড় লাখ

পচা সুপারিতে কেমিক্যাল মিশিয়ে পরিষ্কারের পর বাজারজাত করে আসছিল মেসার্স সালাম স্টোর নামের এক ব্যবসায়ী প্রতিষ্ঠান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা খেয়ে দেড় লাখ টাকা জরিমানা গুনেছে তারা। এছাড়া অভিযানে একটি বেকারির পণ্যে খাবারের মেয়াদ না থাকায় জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর চাক্তাই বাজার এলাকায় এ অভিযান চালায় চট্টগ্রাম বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

জানা গেছে, অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি বাজারজাতকরণ করে আসছিল মেসার্স সালাম স্টোর নামের একটি পাইকারি প্রতিষ্ঠান। এ অপরাধে তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া খাবারের গায়ে মেয়াদ না থাকায় ও অপরিচ্ছন্নতার কারণে মিস্টিফুল নামের একটি বেকারিকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm