চাকরি দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, শেষ সময় ১৮ এপ্রিল

চট্টগ্রাম সিটি কর্পোরেশন লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তি অনুসারে একটি পদে মোট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

সহকারী প্রকৌশলী (পুর)

পদসংখ্যা

বেতন স্কেল

২২,০০০—৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আগ্রহী প্রার্থীর। এ ছাড়া বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সদস্য হতে হবে প্রার্থীকে।

আবেদনের বয়স

প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা /শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদন করতে হবে যেভাবে

আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত সদ্য তােলা তিন কপি পাসপাের্ট আকারের ছবি, জাতীয়তা সনদপত্র, অভিজ্ঞতা (প্রযােজ্য ক্ষেত্রে), শিক্ষাগত যােগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়ন করে সংযুক্ত করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ১০০০ টাকা। মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বরাবর এক হাজার টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে ১৮ এপ্রিল পর্যন্ত জমা দিতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বিস্তারিত দেখুন এখানে—
চাকরি দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, শেষ সময় ১৮ এপ্রিল 1

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm