চাকরির লোভ দেখিয়ে রাতভর ধর্ষণ, ৪ ধর্ষকই র‌্যাবের হাতে ধরা

0

পোশাকশিল্পে চাকরি দেয়ার প্রলোভনে কৌশলে বাড়িতে আটকে রেখে এক নারীকে ধর্ষণের অপারধে ৪ ধর্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৫ জুন) তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৭।

আটককৃতরা হলো, বাঁশখালী থানার ছনুয়া মধুখালী ইউনিয়নের আমজাদ আলীর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে মো. জসিম উদ্দিন (২৭) ও একই এলাকার ইজ্জত আলীর ছেলে মো. নুরুল আজিম (২৮)। অন্য দুজন হলো কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার কালাবাগিচাঁ ওমর আলী মার্কেট আশরাফ আলী রোডের ফরিদ আহমেদের ছেলে মো. জাবের আহাম্মদ (৪৮) ও বাঁশখালী থানার পূর্ব চাম্বল ইউনিয়নের হায়দারি পাড়ার মো. আবু তাহেরের ছেলে মোহাম্মদ নবী (২২)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ১৩ জুন ধর্ষণের শিকার নারীর পিতা মো. আরাকান মিয়া র‌্যাব-৭ চট্টগ্রাম বরাবরে একটি অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তার মেয়েকে চট্টগ্রাম শহরের ফ্রিপোর্ট এলাকায় একটি পোশাকশিল্পে চাকুরির প্রলোভন দেখিয়ে কৌশলে বাড়ি থেকে নিয়ে যায়।

s alam president – mobile

বাড়ি থেকে নিয়ে গিয়ে তার মেয়েকে চট্টগ্রামের একটি বাসায় আটকে রেখে মেরে ফেলা ও পরিবারের ক্ষতি করার হুমকি দিয়ে মুল হোতা মো. জসিম ও তার তিন সহযোগী জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

নুরুল আবছার জানান, অভিযোগ পেয়ে ধর্ষণের শিকার নারীকে উদ্ধার ও ধর্ষণকারীদের গ্রেপ্তারে তদন্ত শুরু করে র‌্যাব। তদন্তে র‌্যাব জানতে পারে, ধর্ষণকারীরা ঐ নারীকে নগরের বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ সেল সেন্টারের সামনে একটি বাসায় আটকে রেখেছে।

পরে অভিযান চালিয়ে ৪ ধর্ষককে আটক ও ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের নগরের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Yakub Group

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!