চাঁদা না পেয়ে সাত শ্রমিককে অপহরণ বান্দরবানে

বান্দরবানের লামায় চাঁদা না পেয়ে সাত শ্রমিককে অপহরণ করেছে স্থানীয় একটি দল। কাঠ ব্যবসায়ীরা সাত লাখ টাকা চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা এ অপহরণকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে স্থানীয়রা।

তবে কে বা কারা এই অপহরণ করেছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকার একটি খামারবাড়ি থেকে সাত শ্রমিককে অপহরণ করা হয়।

অপহৃত শ্রমিকদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—মো. নুরু (৫০),মো. হেলাল (৪০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২) ও গাড়িচালক মো. জামাল (৩২)।

জানা গেছে, মো. হেলাল নামে এক কাঠ ব্যবসায়ী অধীনে জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন সাত শ্রমিক। এ সময় তাদের অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, শ্রমিকদের উদ্ধারে একসঙ্গে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm