চাঁদা না দেওয়ায় হাফেজকে কুপিয়ে জখম বাঁশখালীতে

চট্টগ্রামের বাঁশখালীতে ফসিল জমি থেকে মাটি কাটা সময় চাঁদা না পেয়ে তৌহিদুল ইসলাম নামের এক হাফেজকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইব্যক্তিকে গ্রেপ্তার করে। তারা হলেন রুহুল আমিন (৪৫) ও খোরশেদ আলী (৩৮)।

ভুক্তভোগীর বড় ভাই মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, আমার পৈত্রিক জায়গায় মাটি কাটতে গেলে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে অসম্মতি জানালে সন্ত্রাসীরা আমার ভাইকে কিরিচ দিয়ে মাথাও ও পিঠে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল কবীর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বাঁশখালী বৈলাগাওয়ে জমি থেকে মাটি কাটতে গিয়ে তৌহিদুল ইসলাম নামের এক হাফেজকে কুপিয়ে জখমের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!