চসিক নির্বাচনে সরে দাঁড়ায়নি বিএনপির ৪ বিদ্রোহী

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে ১৩টি সাধারণ ওয়ার্ড ও ২টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপির নেতা নেত্রীরা।

যাচাই বাছাইয়ে ঝরে পড়েন বিদ্রোহী প্রার্থী ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব। ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডে দলীয় প্রার্থী হাফিজুল ইসলাম ঝরে যাওয়ায় কপাল খুলে বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলীর।

রোববার (৮ মার্চ) মনোনয়ন প্রত্যাহারের দিনে তারা প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন। আবেদনকারী ৫৩ প্রার্থীর মধ্যে বিএনপির ৯ জন।

তারা হলেন- ৫ নম্বর মোহরা ওয়ার্ডে জানে আলম জিকু, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে আরইউ চৌধুরী শাহীন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে জমির উদ্দিন নাহিদ, ১৩ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে বাদশাহ আলমগীর, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আব্দুল আলিম স্বপন, ২৩ নম্বর উত্তর পাঠানটুলি রিয়াদ খান, ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে মো. মেজবাহ উদ্দিন মিন্টু, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে নম্বর মোহাম্মদ আজম উদ্দিন, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে হাসান মাহমুদ আনসারী।

২৬ নম্বর উত্তর হালিশর ওয়ার্ডে আজিজুল হক বাবুল, মহসিন আলী চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় স্পষ্টত বেকায়দায় পড়তে যাচ্ছেন দলীয় প্রার্থী বর্তমান কাউন্সিলর আবুল হাশেম। বিদ্রোহীদের বাবুল আব্দুল্লাহ আল নোমানের অনুসারী আর মহসিন আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

৯, ১০ ও ১৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ইসমত আরা জেরিন এবং ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা ওয়ার্ডে শামীমা নাসরিন প্রত্যাহার করেননি।

শমীমা নাসরিনের ঘনিষ্ঠজনরা জানান, প্রথমে দলীয় প্রার্থী হিসেবে শামীমা নাসরিনের নাম ঘোষণা করা হয়েছিল। রাতের আঁধারে প্রার্থী পরিবর্তন হয়ে মাহমুদা সুলতানা ঝর্ণা নাম ঘোষণা হয়।

এই বক্তব্যের সত্যতা পাওয়া যায় বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায়। তালিকায় নাম পরিবর্তন হলেও তার পদের ঘরে চকবাজার ওয়ার্ড সভাপতি রেখে দিয়েছিল নগর বিএনপি। অথচ মাহমুদা সুলতানা ঝর্ণা নগর মহিলা দলের নেত্রী।

৯, ১০ ও ১৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ইসমত আরা জেরিন নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেলি চৌধুরীর অনুসারি হিসেবে পরিচিত। দল যাকে মনোনয়ন দিয়েছিল সখিনা বেগম নিজেই নেত্রী আবার সভানেত্রী মনোয়ারা বেগম মনির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm