চসিক নির্বাচনে জাপার প্রার্থী সোলায়মান শেঠ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সোলায়মান আলম শেঠকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পার্টির বনানী কেন্দ্রীয় কার্যালয়ে মেয়র পদে প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষে এই ঘোষণা দেন পার্টির সভাপতি জিএম কাদের।

জাতীয় পার্টিকে একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক দল উল্লেখ করে সোলায়মান আলম শেঠ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় আমরা নির্বাচনকে অংশগ্রহণ মূলক করতে সব নির্বাচনে অংশ নিচ্ছি। এখানেও তার ব্যতিক্রম নয়।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পল্লীবন্ধু এরশাদের হাতে প্রতিষ্ঠিত। এখানে আমাদের সংগঠনও শক্তিশালী। জয়ের জন্যই নির্বাচনী লড়াইয়ে নামবো আমি।

নির্বাচনের দিন যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভোটের বিষয়ে ভোটারের আগ্রহ কিছুটা কমছে। আগের মত উৎসবমুখর ভোট হয়না। এত মধ্যে নির্বাচনের দিন যানচলাচলে কড়াকড়ি নিয়ন্ত্রণ করছে ইসি। মানুষতো হেটে ভোট দিতে যাবেনা। ভোটারদের সুবিধার কথা ভেবে এই বিষয়টি উনাদের পুনরায় বিবেচনা করা দরকার।

প্রসঙ্গত আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে চসিক নির্বাচনের ভোট গ্রহন। এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম চৌধুরী।


এআরটি/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm