সরকার পতনের পর আত্মগোপনে চলে যান চট্টগ্রাম নগরীর ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস। দীর্ঘ পাঁচ মাস আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার হলেন তিনি।
রোববার (১২ জানুয়ারি) ঢাকার কলাবাগান এলাকার একটি ভবনে আত্মগোপনে থাকা অবস্থায় নগরীর হালিশহর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
লায়ন ইলিয়াস ২৬ নম্বর ওর্য়াডের সদ্য সাবেক কাউন্সিলর ছিলেন। ইতিমধ্যে গ্রেপ্তার এই কাউন্সিলরকে চট্টগ্রামের আদালতে তোলার প্রস্তুতি শেষ করেছে হালিশহর থানা পুলিশ।
একটি মারামারির মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। এই মামলার প্রধান আসামি ছিলেন ইলিয়াস।
কাউন্সিলরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেরেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
কাউন্সিলর ইলিয়াসকে গ্রেপ্তার করা পুলিশের দলটির নেতৃত্বে ছিলেন হালিশহর থানার এসআই মো. মোজাম্মেল হক।
তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, একটি মারামারির মামলার প্রধান আসামি ছিলেন ইলিয়াস। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। পরবর্তীতে জানতে পারি তিনি ঢাকায় আছেন। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার(১৩ জানুয়ারি) তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।
এমএহক