চসিকে এবার একযোগে ১৮ বদলি

কাজে গতিশীলতা আনতে এবার চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) প্রকৌশল বিভাগের ১৮ কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। তারা সবাই প্রকৌশল বিভাগের যান্ত্রিক উপ-বিভাগের বিভিন্ন পুল অফিসে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের অনুমতিক্রমে প্রধান প্রকৌশলী এই বদলি আদেশে সই করেন। এরপর আদেশে কপি পাঠানো হয় প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে।

খোরশেদ আলম সুজন চসিক প্রশাসক পদে দায়িত্ব নেওয়ার পর দফায় দফায় পরিচ্ছন্নতা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কর বিভাগসহ বিভিন্ন বিভাগে রদবদলের আদেশ দেয় চসিক। কাজের গতিশীলতা আনতে এসব রদবদল করা হচ্ছে বলে চসিকের তরফ থেকে বলা হচ্ছে। প্রকৌশল বিভাগে এই রদবদল সম্পর্কেও বরাবরের মত সেই কথাই বলছে চসিক।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা বলেন, ‘প্রকৌশল বিভাগের অভ্যন্তরীণ ১৮ জন কর্মচারীর কর্মস্থল বদল করা হয়েছে। প্রকৌশল বিভাগ থেকেই এই রদবদলের আদেশ দেওয়া হয়েছে। আমাদের এই বিষয়ে অবহিত করা হয়েছে। প্রশাসকের অনুমতিক্রমে এই আদেশ দেওয়া হয়েছে।’

বদলি হওয়া তৃতীয় শ্রেণিভুক্ত কর্মচারীরা হলেন নাসির উদ্দিন, জিয়াউল হক, মো. জাবেদ, মিটন দাশ, নুর নবী, পীযূষ বড়ুয়া, নাসিম উদ্দিন, গোলাম রহমান, আমির হোসেন রাশেদ, রাজু মিত্র, লিটন বড়ুয়া, রণজিৎ দে, জামশেদ মো. তবারক, রতন ঘোষ, নাছির উদ্দিন, কাঞ্চন বসাক, মো. সেলিম এবং শিমুল কান্তি দে।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm