চসিকের ৭ একর জায়গা দখলমুক্ত

চট্টগ্রামে সিটি করপোরেশনের (চসিক) মালিকানাধীন পোর্ট সিটি হাউজিংয়ে অভিযান চালিয়ে সাত একর জায়গা অবৈধ দখলমুক্ত করেছেন চসিকের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) নগরের সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, অভিযানে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের পর ওই জায়গা করপোরেশনের ভূসম্পত্তি শাখাকে বুঝিয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমের চসিকের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সদরঘাট থানা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ানের সদস্য ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm