চসিকের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা চান মেয়র রেজাউল করিম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) কাজে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা আনতে কাজ করছেন বলে জানিয়েছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তিনি সিটি করপোরেশনের কাজে নগরবাসীও স্বচ্ছতা ও জবাবদিহিতিা চান বলে এ সময় উল্লেখ করেন।

২৯ এপ্রিল (বৃহস্পতিবার) নগরীর এফআইডিসি সড়কে সাড়ে ১১ একর জমিতে বাস্তবায়নাধীন শেখ কামাল আইটি পার্ক প্রকল্প পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন রেজাউল।

মেয়র রেজাউল বলেন, ‘সিটি করপোরেশনের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গাটি আরও শক্তিশালী হোক এটা কেবল আমার চাওয়া নয়, নগরবাসী সকলের চাওয়া। যে কোনো অবস্থান থেকে করপোরেশনের যে কারও উপর কোনো অভিযোগ উত্থাপিত হলে তার সত্য মিথ্যা যাচাই করা জরুরি। করপোরেশনের ভাবমূর্তি রক্ষা করতে যা করতে হয়, আমরা তাই করব। এখানে ব্যক্তি আমাদের লক্ষ্য নয়, প্রাতিষ্ঠানিক কাজের স্বচ্ছতা আনয়নই হল লক্ষ্য।’
চসিকের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা চান মেয়র রেজাউল করিম 1
শেখ কামাল আইটি পার্ক প্রকল্প পরিদর্শনে গিয়ে রেজাউল আরও বলেন, ‘করপোরেশনের সেবখাতগুলোকে আরো বেশি আধুনিকীকরণ ও যুগোপযোগী করে তুলতে হবে। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এবং সেবার মান ও পরিধি বাড়ানোর মাধ্যমে নগর জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলতে হবে। এজন্য অনেক খরচের প্রয়োজন রয়েছে। এসব খরচ মেটাতে সিসিসির আয়ের নিজস্ব খাতকে আরো সমৃদ্ধ করতে হবে।’

মেয়র বলেন, ‘আমি তাড়াহুড়ো বা যেনতেনভাবে লোক দেখানো উন্নয়ন চাই না, আমি পরিকল্পিত ও টেকসই উন্নয়ন চাই। যার উপযোগিতা, গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা হবে দীর্ঘস্থায়ী এবং এর প্রভাব হবে সুদূর প্রসারী।’

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!