চলে গেলেন পাহাড়ের গেরিলা নেতা সুধাসিন্ধু

বর্ষীয়ান রাজনৈতিক ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (মানবেন্দ্র নারায়ণ লারমা গ্রুপ) প্রতিষ্ঠাতা সভাপতি সুধাসিন্ধু খীসা মারা গেছেন।

বুধবার (৯ জুন) গভীর রাতে খাগড়াছড়ি জেলা সদরের নিজ বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। নানা শারীরিক অসঙ্গতি নিয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জানা যায়, এ গেরিলা নেতা অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে পাহাড়ে সশস্ত্র আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে তিনি অন্যতম। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর জনসংহতি সমিতি মূলধারার রাজনীতিতে আবির্ভূত হলেও পরবর্তী সময়ে দলে মতবিরোধ দেখা দেয়। এর জেরে সন্তু লারমার নেতৃত্ব থেকে বেরিয়ে জনসংহতি সমিতির আরেকটি অংশ সৃষ্টি করেন সুধাসিন্ধু।

এমআইটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!