চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাবের গভর্নিং বোর্ডের সভা সম্প্রতি সংগঠনের কার্যালয়ে মোহাম্মদ সেলিম হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য সেলিম খাঁন, খোরশেদ আলম বিপ্লব, সাইফুদ্দিন সাইফ, মোহাম্মদ ইয়াসিন, সাবেক সভাপতি শাহ জাহান রাজু, প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম, মোরশেদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুল লতিফ, সাবেক সভাপতি মামুনুর রশিদ, মো. আজাদ, আরফাত হোসেন, সাইফুল ইসলাম, আহ্বায়ক নাজিম উদ্দিন রিয়াদ, কমিটির সদস্য মো. মুন্না, আরফাদুল ইসলাম, রাসেল রায়ান, কোরবান আলী, সোহেল হায়দার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে বয়সভিত্তিক ফুটবল প্রশিক্ষণ একাডেমির সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী এক বছরের জন্য আনোয়ার সাদাত মোবারককে চেয়ারম্যান, আলাউদ্দিন মিয়াকে কো-চেয়ারম্যান ও মাহমুদুল হক সুমনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যা সদস্যরা হলেন- জাফর ইকবাল, সাইফুদ্দিন সাইফ, মো. ইয়াসিন, শামসুল আলম সবুজ, মো. বাহার, রাশেদ রানা, হাসান আলী বাহাদুর, নাছির উদ্দিন নাহিদ, রহিম আলী ও মো. সাহাব উদ্দিন শিহাব।
এএইচ