চমেক ছাত্রলীগের সংঘর্ষ—এবার পাল্টা মামলা নাছির গ্রুপের, আসামির তালিকায় ১৬

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নগরীর চকবাজার থানায় এবার পাল্টা মামলা করেছেন ছাত্রলীগের এক কর্মী। চমেকের ছাত্রাবাসে দুই ছাত্রলীগ কর্মীর উপর হামলার ঘটনায় ১৬ জনকে আসামী করে এই মামলা দায়ের করেন চমেক ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান (২২)।

মামলার বাদী মাহমুদুল হাসান চমেক ছাত্রলীগের রাজনীতিতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিনের অনুসারী। অন্যদিকে আসামিরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

মামলার বিবরণীতে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে চাপাতি, হকিস্টিক, কিরিচ নিয়ে রুমে প্রবেশ করে আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের উপর অতর্কিত হামলা চালায় নওফেলের অনুসারীরা। ওই হামলায় আহত হয়েছিলেন ছাত্রলীগের দুজন কর্মী। তারা হলেন, ৬১তম ব্যাচের মাহফুজুল হক এবং ৬২তম ব্যাচের নাইমুল ইসলাম। আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন।

s alam president – mobile

মামলার আসামিরা হলেন চমেকের এমবিবিএস ৬২তম ব্যাচের জাকির হোসেন সায়াল, মঈনুল ইসলাম, জুলফিকার মোহাম্মদ শোয়েব, মাহিন আহমেদ, ইমাম হাসান, মোহাম্মদ শরীফ, সৌরভ দেবনাথ, সাজু দাস, আহমেদ সিয়াম, ৬১তম ব্যাচের ইমতিয়াজ আলম, মো. হাবিবুল্লাহ হাবিব, সাজেদুল ইসলাম হৃদয়, মো. সাইফুল্লাহ, ৬০তম ব্যাচের অভিজিৎ দাস, মো. ফাহাদুল ইসলাম, ৫৮তম ব্যাচের মো. তৌফিকুর রহমান ইয়ং।

জানা গেছে, শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাতের ঘটনার জের ধরে পরেরদিন শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯ টায় শিক্ষা উপমন্ত্রীর অনুসারীদের একজন আকিব হোসেন (২০) কে একা পেয়ে বেধড়ক পেটায় আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা। হামলায় গুরুতর আহত আকিবের মস্তিস্কে রক্ত জমে গেলে তার মস্তিকে অপারেশন করতে হয়। অপারেশন শেষে তাকে আইসিইউতে রাখা হয় একদিন।

সেদিন রাতেই শনিবার তৌফিকুর রহমান ইয়ং বাদী হয়ে আকিবের উপর হামলার ঘটনায় ১৬ জনকে বাদী করে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

Yakub Group

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!