চমেকে পালিত হলো বিশ্ব হার্ট দিবস

‘বি অ্যা হার্ট হিরো’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে পালিত হয়েছে ‘ বিশ্ব হার্ট দিবস’।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮ টায় বিভাগের সম্মেলন কক্ষে প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান। এছাড়া প্রতিপাদ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হৃদরোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

মূল প্রবন্ধে ডা. প্রবীর কুমার দাশ বলেন, হার্ট নিজেই একজন হিরোর প্রতীক। হার্টের অসুখ মৃত্যুর প্রধান কারণ। হৃদরোগ প্রতিরোধের মাধ্যমে হৃদযন্ত্রকে সুস্থ রাখা মানেই হার্ট হিরো হওয়া। একজন সাধারণ মানুষ, চিকিৎসক সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তি সবাই হার্ট হিরো হয়ে উঠতে পারে কেবল হৃদরোগ প্রতিরোধে করণীয় দিকগুলো পালনের মাধ্যমে।

প্রধান অতিথির বক্তব্যে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান বলেন, জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সবাইকে হার্ট হিরো হয়ে উঠতে হবে। তাই সবাইকে হার্ট সুস্থ রাখতে সচেতন হতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদুল হক এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. অশোক কুমার দত্ত, শিশু রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মইনুদ্দিন।

হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুরুদ্দিন তারেক।

আলোচনা সভার পর হার্ট দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি চমেক হাসপাতালের আশপাশ প্রদক্ষিণ করে। র‌্যালিতে চমেক হাসপাতাল হৃদরোগ বিভাগের সকল চিকিৎসক ও স্টাফ নার্সরা অংশ নেন। পরবর্তীতে বিনামূল্য ইসিজি পরীক্ষার মাধ্যমে হৃদরোগ সনাক্তকরণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ।

এছাড়াও হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আশীষ দে, সহকারী অধ্যাপক ডা. নরেশ চন্দ্র রায়, ডা. নুরউদ্দিন জাহাঙ্গীর, ডা. সালেহ উদ্দিন সিদ্দিকী, ডা. রিজোয়ান রেহান।
এছাড়া হৃদরোগ বিভাগের কনসালটেন্ট ডা. সন্দিপন দাশ, ডা. আবুল হোসেন শাহীন, রেজিস্টার ডা. লক্ষ্মীপদ দাশ, সহকারী রেজিস্টার ডা. রাজিব দে, ডা. আবিদ, ডা. চঞ্চল এবং ডা. উজ্জলসহ বিভাগের নার্স এবং সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm