চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি ইমরান হোসাইন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মুনাওয়ার রিয়াজ মুন্না নির্বাচিত হয়েছেন।
সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নিউজ এজেন্সির প্রতিনিধি নাজমুস সায়াদাত (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধি মিনহাজুল ইসলাম তুহিন, অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি সাইফুল ইসলাম, দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক পদে দৈনিক পূর্বকোণ প্রতিনিধি রায়হান উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক আজাদী প্রতিনিধি ইমাম ইমু নির্বাচিত হয়েছেন।
দুপুর ২টা পর্যন্ত ছয়টি পদে ভোটগ্রহণ হয়। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেছেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া। প্রক্টরের পক্ষে নির্বাচন পরিচালনা করেছেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এস এ এম জিয়াউল ইসলাম আর পর্যবেক্ষক হিসেবে ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি হুমায়ুন মাসুদ।
ফলাফল ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, প্রতিযোগিতাপূর্ণ একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিযোগিতা থাকবে তবে তা যেন পারস্পরিক সম্পর্কের মাঝে ফাটল না ধরে। বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরবে। আমরা সবসময় চাই ক্যাম্পাসে সবসময় তারা একত্রে কাজ করুক। সাংবাদিক সমিতি এবং আমরা একত্রে কাজ করবো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে তুলে ধরবো। আশা করছি, যারা নির্বাচিত হয়েছেন তারা সে প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন।
এমআইটি/সিপি