ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোরশেদুল আলম।
তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সোহরাওয়ার্দী হলের হাউস টিউটর পদে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর দুইটি চিঠি দেন সহযোগী অধ্যাপক ড. মোরশেদুল ইসলাম। এক চিঠিতে তিনি সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক পদ থেকে এবং অন্য চিঠিতে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ড. মোরশেদুল আলম বলেন, ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। এর বাইরে অন্যকোনো বিষয় নেই।
আরএম/এমএফও