চবি শিক্ষার্থীদের জন্য রাতে বাস সার্ভিস চালু

রাতের বেলায় চট্টগ্রাম নগরী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফিরতে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে নতুন বাস। যা ইতোমধ্যে অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নগরীর রেলস্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে প্রতিদিন বাসটি রাত ৯টায় ছেড়ে যাবে। মূলত যে সকল শিক্ষার্থীরা রাত সাড়ে ৮ টার ট্রেন মিস করে তাদের সুবিধার্থে এই বাস সার্ভিস চালু করা হচ্ছে।

শীঘ্রই তা যাত্রা শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন চবি প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, রাতের বেলায় শিক্ষার্থীদের চলাচলের জন্য একটি বাস অনুমোদন দেয়া হয়েছে। রাত ৯টায় রেলস্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশ্য বাসটি ছেড়ে যাবে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!