চবি শাটল ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ আমবাগানে

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার টাইগারপাস আমবাগান রেলগেট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেটম্যানের ভুলের কারণেই ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এই সময় মাইক্রোবাসটিকে কয়েকজন যাত্রী থাকলেও কেউ হতাহত হননি।

শনিবার (৬ মে) সন্ধ্যা ৬টায় আমবাগান রেলগেট ক্রসিংয়ে চট্টগ্রামমুখি ভার্সিটি শাটলের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

প্রতক্ষদর্শীরা আরও জানান, টাইগারপাস-পাহাড়তলী মধ্যবর্তী আমবাগান রেলগেটে এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি শাটল ট্রেন চট্টগ্রাম স্টেশনে আসার পথে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।

চট্টগ্রাম রেলস্টেশন মাস্টার জাফর আলম বলেন, গেটকিপার আকলিমা রেললাইনের একপাশ ফেলে অপর পাশের গেট ফেলতে যাওয়ার মূহুর্তে মাইক্রোবাসটি দ্রুত পার হওয়ার চেষ্টা করে। এই সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm