চবি ভর্তি পরীক্ষা, ‘বি ইউনিটে’ ৮৭% উপস্থিতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদের) ভর্তি পরীক্ষায় ৮৭ শতাংশ ছাত্র উপস্থিত ছিল বিষয়টি নিশ্চিত করেছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো সেকান্দর চৌধুরী।

তিনি বলেন, ‘পরীক্ষায় মোট ৮৭ শতাংশ অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশৃঙ্খলা বা অসদুপায়ের চেষ্টা করেননি কোনো শিক্ষার্থী। তবে উপস্থিতির প্রকৃত সংখ্যা জানা যায়নি।’

বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কলা ও মানববিদ্যা অনুষদে এ বছর ভর্তির জন্য ১ হাজার ২২১ আসনের বিপরীতে মোট ৪২হাজার ০৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। দুই শিফটে এই পরীক্ষা সম্পন্ন হয়।

সোমবার অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা । এই বছরের সবচেয়ে বেশি ‘ডি’ ইউনিটে এক হাজার ১৫৭ আসনের বিপরীতে প্রায় ৫২ হাজার ৯১৭জন আবেদন করেছেন।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!