চবি প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটের অধিভুক্ত কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষায় ১৩ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৩৬.৯৪। সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার।

‘বি’ ইউনিটে ১ হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৪২ হাজার ৪ পরীক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৩৫ জন শিক্ষার্থী।

এইচটি/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!