চবি ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জোবরার যুবক আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় স্থানীয় এক যুবককে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়।

এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় সাপ্তাহিক বাজার থেকে কেনাকাটা করে বাসায় ফেরার পথে যৌন হয়রানির শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

পরবর্তীতে পুরো ঘটনা তুলে ধরে ফেসবুক স্ট্যাটাস দেন কলা অনুষদভুক্ত একটি বিভাগের ওই শিক্ষার্থী। এ নিয়ে চট্টগ্রাম প্রতিদিনে ‌‍‌‌“গরিত ফারিবি নি’ বলেই চবি ছাত্রীকে যৌন হেনস্তা বিশ্ববিদ্যালয়ের সামনেই” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আটক যুবকের নাম মোহাম্মদ খোরশেদ আলম প্রকাশ আলম (১৯)। তিনি একটি সিগারেট কোম্পানিতে নৈশপ্রহরীর চাকুরি করেন। তার বাড়ি জোবরা পশ্চিম পাড়ার তিন নম্বর ওয়ার্ডে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।

তিনি বলেন, আটককৃত যুবক ২০ ফেব্রুয়ারি রাত থেকে পুলিশের নজরদারিতে ছিল। পুলিশ তাকে আজ আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীকে থানায় ডাকা হলে সে নিশ্চিত করে।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে আমরা একজনকে আটক করছি। তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!