চবি ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

0

প্রতিদিন রিপোর্ট :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একপক্ষের কর্মীদের ছুরিকাঘাতে সংগঠনের উপ ক্রীড়া সম্পাদক মাহবুব শাহরিয়ার শাহীন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত নেতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শাহীন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।university_of_chittagong_portal_right_side_03

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল সংলগ্ন ঢাকা হোটেলের কাছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের সমর্থকরা শাহীনের ওপর হামলা করলে শাহীন আহত হয়।

 

খবরটি নিশ্চিত করেছে তাকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু।

s alam president – mobile

এ ঘটনার পর ছাত্রলীগের দুই পক্ষ শাহ আমানত ও শাহ জালাল হলে অবস্থান নিলেও বর্তমানে পরিস্থিতি শান্ত আছে জানিয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন জানান, গতকাল রাতে পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের একপক্ষের ছেলেরা অপরপক্ষের নেতা শাহীনকে ছুরি মেরে আহত করেছে।

 

পরে অন্য নেতা কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

রিপোর্ট : রাজীব

Yakub Group

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!