চবি ছাত্রদলের রেকর্ডভাঙা কমিটিতে ৮১ জনের জায়গায় ৪২০ নেতা, নারী মোটে ১১!

ইতিহাসে সবচেয়ে বড় কমিটি

আট বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। পাঁচ সদস্যের আংশিক কমিটি দিয়ে দুই বছর তিন মাস পার করার পর এ কমিটি দেওয়া হলো। নতুন এই কমিটিতে পদ পেয়েছেন মোট ৪২০ জন নেতা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো দলের এতো বড় কমিটি আর হয়নি। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী একটি শাখা কমিটিতে ৮১ জন সদস্য থাকার কথা থাকলেও এবার সেই সংখ্যার পাঁচ গুণেরও বেশি সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান।
নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান।

বুধবার (২৯ অক্টোবর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের মোহাম্মদ আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বিভাগের আব্দুল্লাহ আল নোমান। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের মো. ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের সাজ্জাদ হোসেন হৃদয়।

নতুন কমিটিতে সহ-সভাপতিই ৫৫ জন। যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন। সহ-সাধারণ সম্পাদক ৬৩ জন। সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য পদে ৬২ জন জায়গা পেয়েছেন।

মোট ৪২০ সদস্যের মধ্যে ছাত্রী মাত্র ১১ জন। অথচ ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী এই সংখ্যা কমিটির মোট আকারের অন্তত ১০ ভাগ বা কমপক্ষে ৪২ জন হওয়ার কথা।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ আগস্ট চবি ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী, একটি কমিটির মেয়াদ সর্বোচ্চ দুই বছর। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এক মাসের মধ্যে নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা হওয়ার কথা থাকলেও তা হতে সময় লেগেছে প্রায় ২৫ মাস। চাকসু নির্বাচনের আগে সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

সহ সভাপতি হলেন যারা

মো. আহসান হাবীব, মো. ইমতিয়াজ ইকরাম, মোহাম্মদ আইনুল ইসলাম সাগর, মো. শফিকুল ইসলাম মামুন, মেহেদী হাসান নীরব, তোফায়েল আহমেদ তুষার, এস. এম. আল মাহমুদ দীপু, বিদ্যুৎ মিঞা রিহান, আজিজুল হক মামুন, মো. হিশাম উদ্দিন, সুমি আক্তার, মো. ইসমাঈল হোসেন, তালিমুল ইসলাম সায়েম, মো. ইকবাল হোসাইন, মো. যোবায়ের আহমেদ খান, সৈয়দ নাবিদ ইউসুফ, দিপংকর দাশ দিপু, তানভীর মোরশেদ চৌধুরী, মো. রবিউল হাসান, মোকাম্মেল হোসেন রিফাত, ইমরানুল হাসান আরাফাত, মো. নাজমুল হুদা, মো. গোলাম মোস্তফা শান্ত, মিরাজ উদ্দিন, কে ইসলাম ফাহিম, আতিকুর রহমান জিহাদ, সাব্বির আহমেদ (এরাবিক), মোবাশ্বিরুল ইসলাম তাকি, মুশফিকুর রহমান ইমন, তৌহিদুল ইসলাম ভূইয়া, খান মেহরাব রহমান, সায়েম উদ্দিন আহমেদ, মো. মিজানুর রহমান, নুরুল আবসার, আহসান হাবীব ইমরোজ, ফরহাদ হোসেন জাহিদ, সাব্বির আহমেদ, নাজমুল সাকিব ইমন, ইয়াছিন কবির রিফাত, মো. আরিফুর রহমান, নাহিদ হাসান সুজন, মো. তমাল হোসেন, মো. হাফিজুর রহমান, মো. আমানুল্লাহ মাহমুদ, আব্দুল কাদের, মো. আরাফাত উদ্দিন, ফরহাদ হোসেন সুমন, মো. মিজবাহ উদ্দিন, মো. জিয়াউর রহমান অথৈ, আশ্রাফুল ইসলাম, রাশেদুল ইসলাম, শহীদ ফয়সাল, উল্লাস ঘোষ, মো. নেছার উদ্দিন এবং গোলাম কিবরিয়া।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে এলেন যারা

মিজানুর রহমান মিলন, হাসান আহমেদ, মোহাম্মদ ইমন ফারহান, মো. আরিফুল ইসলাম, রবিউল আলম রবি, জালাল উদ্দিন মিজবাহ, ওহিদুর রহমান, মো. সালামতউল্লা সালাম. ফরহাদ হোসেন আসিফ, সাজিদ হোসেন, শাফায়াত হোসেন, আশফাক আলী রিফাত, মো. আলী আজম, ফয়সাল প্রান্ত বাবর, রাশিদুল ইসলাম রাশেদ, মো. আকিব শাহরিয়ার, মো. রেদোয়ান আহমেদ, রিফাত ইসলাম সুহৃদ, জাহিদ হাসান, ইমরান হোসেন রাসেল, সাইদ মো. রিদোয়ান, মো. রাকিবুল ইসলাম রাহুল, শান্ত রেজা সাব্বির, এনায়েত ইসলাম দ্বীপ, রাজিব হোসেন, মেহেদী হাসান নয়ন, হামিদ হোসাইন, তানভীর মাহমুদ রনি, চৌধুরী মো. অপূর্ব পাশা প্রিন্স, মো. ইকরাম হোসেন ফারাবী, মোস্তাফিজুর রহমান, জাহিদ তালুকদার, শামীম উদ্দিন, জেরিন বড়ুয়া শুভ, সাখাওয়াত হোসেন সাইমুন, ইয়াসিন আরাফাত, মনিরুল ইসলাম হিমেল, মুক্তাদির রহমান মুনিম, সীমান্ত কুমার দাশ, মেহেদী হাসান (চারুকলা), রাকিবুল ইসলাম, শাহজালাল শাহীন, আইয়ুবুর রহমান তৌফিক, মো. জাবেদ, আজহারুল ইসলাম বিপ্লব, রফিকুল ইসলাম, শাহরিয়ার লিমন, আবির হোসেন আল-আমিন, ইয়াছিন আরাফাত (মেরিন সাইন্স), ছৈয়দ উল্লাহ ইমন, সাজ্জাদ হোসেন নাবিদ, মাহী মোস্তফা নাহীন, রবিউল হোসাইন, শহীদুল কায়সার, মিজান মিঞা, জমাদিউল আউয়াল সুজাত, মেহেদী হাসান, ফাহমিদা আক্তার, আকিজ মাহমুদ, জিয়াবুল হক (রামু), সৈয়দ রাকিবুল কাদের নিয়ন, ফাইরুজ সাদাফ দীপ, নাজমুল হাসান, আনোয়ার হোসেন (খাগড়াছড়ি), মো. সাদমান আল তাছিন, কায়কোবাদ চৌধুরী ইস্তফা, মাসুম বিল্লাহ, মাহিন জামান, মো. হাসিবুল হাসান বাবু, নুজহাত জাহান, কানিজ ফাতেমা, আবুল আলা তোহা, মোনজুরুল ইসলাম, তাজিম ইবনে হাবিব, মোসাব্বির হোসাইন, আনিসুর করিম, তানভীর আহমেদ, মিনহাজুর রহমান, শাহরিয়ার আহমেদ সোহাগ, শাহাব উদ্দিন, সাখাওয়াত হোসেন সালমান, নাঈম উদ্দিন, রাব্বি আকন্দ, আব্দুল্লাহ আল সাকিফ, সায়হাম রহমান সাদকিন, নাঈম উদ্দিন, আবদুল্লাহ আল মাহমুদ তৈমুর, আদনান আহমেদ হাসান (বাংলা), তাসনিমুল হাসান তানিম, তাওফিকুর রহমান রুদ্র এবং বখতিয়ার আহমেদ।

সহ সাধারণ সম্পাদক পদে এলেন যারা

আল মাশরুর ফাহিম, বনি আল-আমিন সরকার, জ্যাকসন বড়ুয়া, হাসান জোবায়ের ওমর হিমেল, ইখুয়ান হাসান আশিক, মো. জাকির হোসেন, মোহাইমিন হোসেন নিরব, মোহাম্মদ শাহজালাল, ইফতেখার আজম তকি, মো. হাসিবুল হাসান রাফি, মো. আমান উদ্দিন, শহীদুল ইসলাম ফয়সাল, নূরহান উদ্দীন, মাশরাফি আমিন তায়েফ, ইমাম হোসেন ইমু (নাট্যকলা), জিহান আব্দুল্লাহ, সিদরাতুল মুনতাহা অমি, মো. জোবায়ের হোসেন, মো. রায়হান হোসেন সরদার, মো. সাহিদুজ্জামান, তাহমিন সিদ্দিকী ইয়াছির, আমিমুল এহসান, নোমান আবদুল্লাহ, মিজান উদ্দিন, মো. আবু হোযায়ফা সায়েম, শাহাদাত উল্লাহ হামিম, মো. শ্রাবন আহমেদ সাব্বির, ফারহান লাবিব, মেহেদী হাসান রনি, মো. বাদসা খান, কৌসিক শাহ উৎস, মোশাররফ হোসেন ফাহাদ, মো. জাহিদুল ইসলাম রিফাত, শেখ নাসিম উদ্দিন, সোহাগ চৌধুরী (সমাজতত্ত্ব), মাহমুদুর রহমান আকাশ, শাকিল আহমেদ, আবরার গালিব, মো. মাহবুবুল হাসান, মামুনুর রশিদ শুভ, সাদ্দাম হোসেন, আহসান হাবিব লিয়ন, মো. ফিরোজ কবির চৌধুরী, সৈয়দ ফারহান ইশরাক, সুবর্ণ আজাদ, সৈয়দ মো. ইমতিয়াজ, বাঁধন মিয়া, রাফিউল ইসলাম হাসিব, আহাম্মেদ সিদ্দিকী হাসনাত, মো. সিয়াম শাহ, মোহাম্মদ আলী প্রিন্স, সাইদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, রাকিবুল হাসান, নুরুল আলম, আশরাফুল আজিম, মেজবাহ উদ্দিন শাওন, মাসুদ রানা, তানভীর হাসান, হাসিবুর রহমান, মফিজুর রহমান, মো. ইদ্রিস আলী খান এবং হাবিব আজাদ।

সহ সাংগঠনিক সম্পাদক পদে এলেন যারা

টি এম জান্নাতুল নাঈম, মোজাম্মেল হক, মো. ঈসমাইল হাসান, মো. স্মরণ সরকার, মো. মাহমুদুল হাসান মামুন, আলী হোসেন, অনিক হাসান, মাহমুদুল হাসান শাওন, মো. সাব্বির জমাদ্দার, পুলক চৌধুরী, ইমন শাহ, আশফাকুর রহমান (পেকুয়া), মো. মাহবুবুল আলম সাগর, জাহিদ ইসলাম জীম, তিলক বড়ুয়া, মো. মুশফিকুর রহমান ফাহিয়ান, শেখ মো. সাইফউদ্দিন তানিম, রিফাত খান, মো. রোহান, হাবিবুর রহমান, নাহিদ সরকার, মো. হাসনান বিন হুদা, জাবেদ হোসেন, মো. সিফাতুল ইসলাম, মো. রাফিন, মো. জারিফুল হাসান সাকিব, মো. আবু নাঈম, মো. হাসেন মিয়া, মো. হায়দার, সাদমান আহমেদ সাকিব, মো. সোহাগ আহমেদ (টাঙ্গাইল), রিদু বিশ্বাস, রিয়াজুল ইসলাম রিমন, সাইমুন ইসলাম, রহিম উদ্দিন, আবু নওশাদ, আমিনুল ইসলাম রুমান, মো. ইমন, সোয়াইব হাসান তন্ময়, ইকবাল হোসেন ইমন, নজরুল ইসলাম কৃষান, আব্দুল্লাহ মাহমুদ স্বাধীন, সৌরভ শর্মা, সৈয়দ মোহসীন, এ এস এম ফাহিম, মো. ত্বোয়াচ্ছিন তানভীন মাহিন, সামির ইসলাম, আবদুল্লাহ আল নোমান, রমজানুল ইসলাম, সুমান্ত চন্দ্র সিংহ, মাহবুবুর রহমান ইমন, আফসাদ আল সাফিন, শাহরিয়ার ফারুক ভূইয়া, এস এম তরিকুল হক রিমন, সেলিম রেজা সৈকত, মো. আতিকুর রহমান, মাহমুদুর রহমান আফসান, মো. মুবিন মুন্সি, ওমর ফারুক, মো. আলী খান সুজন, তাওহিদুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. জাকারিয়া হোসেন এবং আমির হামজা।

সম্পাদকীয় পদে আরও যারা আছেন

প্রচার সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা): ইমতিয়াজ জাবেদ, সহ প্রচার সম্পাদক: মেহেদী হাসান তাহসিন, দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা): আবু হাসনাত মো. রুকনউদ্দীন, সহ দপ্তর সম্পাদক: মো. রিফাত সরকার, মানবাধিকার সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা): তামান্না খান, সহ মানবাধিকার সম্পাদক: রুবাইয়াত হাসান রাজিন, মো. আতিকুর রহমান ও সৈয়দ হোসাইন নূফের, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: রাহুল প্রত্যয়, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: ফিরোজ হাসান ও তায়েফ হাসান ইমন, তথ্য ও গবেষণা সম্পাদক: নূরনবী হাসান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক: মো. তাওহীদ মন্ডল (গাইবান্ধা), সমাজসেবা সম্পাদক: ওবায়দুল হক, সহ সমাজসেবা সম্পাদক: মোজাম্মেল হোসেন, গণ-যোগাযোগ সম্পাদক: ইমাম হোসেন, সহ গণ-যোগাযোগ সম্পাদক: মেহেদী হাসান সোহান, অর্থ সম্পাদক: মো. আলহাজ্ব মোল্লা মুন্না, সহ অর্থ সম্পাদক: এস. এম নূর-ফারদিন তাসিন ও আব্দুস সোবহান, প্রশিক্ষণ সম্পাদক: সাইফ মাহমুদ, সহ প্রশিক্ষণ সম্পাদক: ইয়াছির আরাফাত তাসকিন ও নিসার মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো. আমিনুল ইসলাম খান তৈমুর, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোরশেদুল হক আশিক, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক: হুমায়ুন কবির, সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক: মো. রাসেল আহমেদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক: মো. নাইমুর রহমান, সহ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক: জুলফিকার মোহাম্মদ রায়ান, পরিবেশ ও জলবায়ু সম্পাদক: মো. আবদুর রহমান, সহ পরিবেশ ও জলবায়ু সম্পাদক: মো. রাকিব রানা, মাহমুদুর রহমান তামিম, পাঠাগার সম্পাদক: তানভীর হাসান সাদ, সহ পাঠাগার সম্পাদক: মেহেদী হাসান জিম।

কমিটিতে আরও যারা এলেন

আইন সম্পাদক: ইলিয়াস পারভেজ, সহ আইন সম্পাদক: আকাঈদ খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: সৌভিক বিশ্বাস রিদু, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আল মুসাদ্দিক ইসলাম ও আশরাফ আলী খান, বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক: গাজী তৌফিকুর রহমান চৌধুরী, সহ বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক: মেহেদী হাসান রিয়াজ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক: সুকুমার রায়, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক: মো. তাজিম চৌধুরী, ক্রীড়া সম্পাদক: মোসাদ্দিকুর জামান আল মামুন, সহ ক্রীড়া সম্পাদক: মোশারফ রহমান বাবু, মো. ইউনুস আলী, যোগাযোগ সম্পাদক: শাহরিয়ার উদ্দিন ফাহাদ, সহ যোগাযোগ সম্পাদক: আসিফ ইফতেখার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক: শিহাবুর রহমান, সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক: মো. আবু শাহাদাত লাবিদ, মোস্তাফিজুর রহমান মারুফ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক: আতাহার হোসেন ইসতিয়াক, সহ মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক: গোলাম সরোয়ার রিফাত, সাকিব হাসান, কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক: মো. মুহিদুল্লাহ, সহ কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক: ইশতিয়াক আহমেদ রাহাত, সাংস্কৃতিক সম্পাদক: আশিক বাবু (চারুকলা), সহ সাংস্কৃতিক সম্পাদক: কাশফিয়া ইরশাত ও নয়ন ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক: সাহাবুল হক, সহ ধর্ম বিষয়ক সম্পাদক: সুব্রত পাল, দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক: মো. তামিম চৌধুরী, সহ দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক: হাসিবুর রহমান ও রিফাত উল্লাহ নেয়াজ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন সম্পাদক: সাদিক হাসান, সহ মানসিক স্বাস্থ্য উন্নয়ন সম্পাদক: নাইম আহমেদ ও হাসান শাহেদ শাদিদ, বিতর্ক সম্পাদক: মো. শিশির মাহমুদ, সহ বিতর্ক সম্পাদক: মো. রাফিকুল ইসলাম, গণশিক্ষা সম্পাদক: এম. এম রাশিদুর রহমান (অভি), সহ গণশিক্ষা সম্পাদক: সাকিরুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক: শ্রুতিরাজ চৌধুরী, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক: নুসরাত জাহান ও সাদিয়া সরকার, নাট্য বিষয়ক সম্পাদক: শাফকাত শাফিক, সহ নাট্য বিষয়ক সম্পাদক: তাসকিন আহমেদ তালহা ও জামিল হোসেন, ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: মোহাম্মদ জোহা, সহ ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: শাহ আনোয়ার-উজজামান আয়মান ও লিখন মিয়া।

সদস্য হলেন যারা

মো. নাজমুল হোসেন, শোয়াইব ইসলাম শুভ, সুজন আহমেদ, তানজিল আয়াত রবিন, মো. সাব্বির হোসেন, মেহেদী হাসান শাওন, মো. মোস্তফা শাহরিয়ার, নিলয় দেব শান্ত, মুবতাসিম ফাইয়াজ, আবু সায়েম, সিকান্দার ইসলাম, তায়েফ হাসান ইমন, আক্তার হোসেন বাপ্পি, নাঈমুর রহমান, আল-রুমান, মো. খালেদ মাহমুদ, আজিজুল করিম কাফি, সুইয়াদ ইবনে হুমায়ুন নাসিস, মো. রুবেল আহমেদ, মো. ইসমাম রহমান রাতিন, এনামুল হক মাহিন, আব্দুর রহমান আলিফ, মাহাদি হাসান, মেজবাহ উদ্দিন শাওন, তাসিকিন আহমেদ তালহা, আবু তালহা দূর্জয়, রাহী ইবনে সরোয়ার, নিশান ফারহান, সাহিনুর রহমান মাহি, মো. আরশাদ আলী খান, মো. মশিউর রহমান, ফাহিম মোর্শেদ ইমন, মো. মফিউল আলম স্বাধীন, আহসানুল্লাহ আকাশ, রাজু ইসলাম, ইমরান হোসেন ইয়ামিন, ইরফানুল ইসলাম, রবি রিপন দাস, মো. শাহ আলম, শুভ শেখ, আবু আল আফ ইয়াফী, ফয়সাল ফাহিম, মো. আহসান হাবিব, সাজ্জাদুর রহমান শাওন, নাজমুল হাসান, ফজলে এলাহী আইদিদ, রায়হান মিয়া, মিনহাজুল ইসলাম ইকরা, নীরব দেবনাথ, মো. এনামুল হক মাহিন, অর্পণ অধিকারী, মো. মেহেদী হাসান সজীব, মো. মুরাদ হাসান, নেওয়াজ করিম সাজিদ, রাকিব আল হাসান, রাইসুল ইসলাম, ইউসুফ হোসেন, হাসান মাসুদ মনির, তাহমিদুল হাসান ইফতি, মেহেদী হাসান রাহাত, নাহিদ মিয়া এবং আরিফুল ইসলাম হীরা।

সিপি

ksrm