চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (চবিচস) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম রানা শামু ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদ হাসান জয়।
সোমবার (১০ অক্টোবর) রাতে দুই সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেন সংগঠনের আহ্বায়ক মুনাওয়ার রিয়াজ মুন্না ও সদস্য সচিব মিনহাজুল ইসলাম তুহিন।
নতুন কমিটির দুই সদস্যকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ‘চিত্রের জাগরণে চিত্তের মুক্তি’ স্লোগানে অভিষেক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সুস্থ ও স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ প্রদান ও দর্শকদের মধ্যে গঠনমূলক চলচ্চিত্রের প্রতি আগ্রহ সৃষ্টিই সংগঠনটির মূল উদ্দেশ্য। চবিচস বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, চলচ্চিত্র আড্ডা, শর্টফিল্ম প্রতিযোগিতা ও চলচ্চিত্র উৎসব আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
এমআইটি/ডিজে