চবি খুলবে আবাসিক হলে আসন বরাদ্দ দিয়েই, অপেক্ষা ১০ দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামী ১৯ আগস্ট। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হবে।

বুধবার (৭ আগস্ট) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০-১৪ আগস্ট হলে আসন বরাদ্দের আবেদন নেওয়া হবে। আগামী ১৭ আগস্ট আসন বরাদ্দ দিয়ে ১৮ আগস্ট হল খোলা হবে। পরবর্তীতে ১৯ আগস্ট ক্লাস শুরু হবে।

এর আগে গত ১৭ জুলাই এক জরুরি সিন্ডিকেট সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এমআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm