চবি ক্যাম্পাসে একসঙ্গে প্রথম ও শেষ ইফতার

কারও মাস্টার্সের পরীক্ষা শেষ। কারও বা পরীক্ষা চলছে। আবার কারও পরীক্ষা শুরু হবে কয়েক দিনের মধ্যেই। হাতেগোনা কয়েকজন বাদে সবারই এবার ক্যাম্পাসে শেষ রমজান। পরীক্ষা শেষে যে যার গন্তব্য ধরবেন।

চবি ক্যাম্পাসে একসঙ্গে প্রথম ও শেষ ইফতার 1

কথাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫১ তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে। ক্যাম্পাস ছাড়ার আগে নিজেদের মধ্যকার বন্ধন দৃঢ় করতে উম্মুক্ত মাঠে তারা আয়োজন করে ইফতার মাহফিলের। যা পরে মিলনমেলায় পরিণত হয়।

চবি ক্যাম্পাসে একসঙ্গে প্রথম ও শেষ ইফতার 2

সোমবার (১১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গণে ৫১ তম ব্যাচের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের কয়েকশত শিক্ষার্থী অংশ নেয়।

আয়োজকরা জানান, ৬-৭ বছর ক্যাম্পাসে থাকার পর ৫১ তম ব্যাচের এটাই প্রথম অনুষ্ঠান। মূলত ব্যাচের সবার সাথে সারাজীবন যোগাযোগ রক্ষা করার জন্য এই আয়োজন। এর মূল লক্ষ্যই হল নিজেদের বন্ধন আরো মজবুত করা।

মাস্টার্স শেষ করে একজন একেক এলাকায় চলে গেলেও সবার প্রয়োজনে যেন সবাই ছুটে আসে এই বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানে।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!