চবি অ্যালামনাইয়ের ঈদ পুনর্মিলনী ৪ জুলাই, প্রস্তুতি সভা সম্পন্ন

৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী। এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলতে ১৮ জুন (বুধবার) বিকেলে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতি সভা।

চবি অ্যালামনাইয়ের ঈদ পুনর্মিলনী ৪ জুলাই, প্রস্তুতি সভা সম্পন্ন 1

সভাটির আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি এবং ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদ।

সভায় সভাপতিত্ব করেন অ্যাডহক কমিটির সভাপতি আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাথে কাজ করছেন। তাদের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদার করা, পুরনো স্মৃতি ভাগ করে নেওয়া এবং সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই এই মিলনমেলার মূল উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই এটি শুধু একটি অনুষ্ঠান না, বরং একটি হৃদয়ের মিলনমেলায় পরিণত হোক।’

সভায় ঈদ পুনর্মিলনীর সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, ১৭ জুন থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন অ্যাডহক কমিটির সদস্য ও ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক একরামুল করিম, মাহবুবের রহমান শামীম, এম এ হালিম, কামরুল হাসান হারুন, শাহ মোহাম্মদ সেলিম, আবুল কদর, কাজী ইমাম হোসেন বিলু, এম ডি ফখরুল ইসলাম, দাউদ আব্দুল্লাহ লিটন, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সোহরাব হোসেন সোহেল, হাফিজ আল আসাদ, সেলিমউদ্দিন, গিয়াসউদ্দিন, কামরুল মেহেদী, মোর্শেদুল আলম, রেজোয়ান নূর সিদ্দিকী, রাশেদ আনোয়ার মামুনুর রশীদ, শাহেদুল ইসলাম, খোরশেদুল আলম, নিউটন দত্ত, কেএম সাইফুল ও কে এম মামুনসহ আরও অনেকে।

বক্তারা আশা প্রকাশ করেন, এই পুনর্মিলনীর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতাও বাড়বে। সফল ও প্রাণবন্ত আয়োজনের লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তারা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm