চবি অধ্যাপক ড. খান তৌহিদ ওসমানের জীবনাবসান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান আর নেই।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটায় চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন
ড. মো. কামরুল হোসাইন।

তিনি বলেন, ‘ড. খান তৌহিদ ওসমান মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে গ্রামের বাড়ি কাপাসিয়ায় দাফন করা হবে।’

ড. খান তৌহিদ ওসমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, জীব বিজ্ঞান অনুষদের ডিন, ছাত্র উপদেষ্টা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতিসহ একাধিক প্রশাসনিক দ্বায়িত্বে ছিলেন।

এমআইটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm