চবির সেই ‘প্রক্সি’ মাসুদকে মুচলেকায় মাফ— ‘ভবিষ্যতে আর হবে না’

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক হওয়া মাসুদ সরকারকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ অক্টোবর) রাতে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।

তিনি বলেন, ভবিষ্যতে এরকম আর কিছু করবে না— এই মর্মে মুচলেকা নিয়ে আটক হওয়া মাসুদকে ছেড়ে দেওয়া হয়েছে।

s alam president – mobile

এর আগে রোববার বিকেলে ডি ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কলা পাঠকক্ষ থেকে তাকে আটক করা হয়। মাসুদ সরকার (২৫) জুলকারনাইন শাহী নামের এক ভর্তিচ্ছুর পরীক্ষা দিতে বসেছিলেন।

মাসুদ গাইবান্ধার সুন্দরগঞ্জের দহবন্ধ ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে। তিনি কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

অন্যদিকে জুলকারনাইন গাইবান্ধার গোবিন্দগঞ্জের এ আর এম শরিফুল ইসলাম জর্জের ছেলে।

Yakub Group

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ সরকার নামের ওই তরুণ স্বীকার করেছেন, ১০ হাজার টাকার বিনিময়ে তিনি প্রক্সি দিতে এসেছিলেন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, প্রক্সি দেওয়ার সময় আমরা একজনকে আটক করেছি। এরপর আমরা তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠিয়েছি।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!