চবির শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামগামী শাটল ট্রেনে কাটা পড়ে মো. ইয়াসিন নামের এক যুবক মারা গেছেন।

বুধবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড চৌধুরীহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন (৩০) হাটহাজারী উপজেলার ফতেপুর আবাসিক এলাকার মো. আতাউর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী শাটল ট্রেন চৌধুরীহাট স্টেশনে পৌঁছালে ইয়াছিন দু’বগির সংযোগস্থলে উঠে পড়েন। পরে ট্রেন চলা শুরু করলে নিচে পড়ে শরীর থেকে দুহাত বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে রেলওয়ে পুলিশ ফাঁড়ি ষোলশহর ইনচার্জ এসএম জাহাঙ্গীর আলম বলেন, ‘ট্রেনের দুই বগির মাঝখান বরাবর জায়গায় ভ্রমণের সময় হঠাৎ নিচে পড়ে এক ব্যক্তির হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সিএম/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!