চবির ভর্তি পরীক্ষা সশরীরেই হবে, থাকবে ১০০ নম্বরের এমসিকিউ

জিপিএ থেকে নম্বর থাকবে কিনা— সেই সিদ্ধান্ত পরে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনলাইন নয়, সশরীরেই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। তবে অন্যান্য বছরের মতো এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে নম্বর থাকবে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, ডিনস কমিটির সভায় ভর্তি সশরীরে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের মতো ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে পরীক্ষা হবে। তবে এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনা করা হবে কিনা— এ সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। চলতি বছরের এইচএসসির ফলাফল প্রকাশের পর ভর্তি কমিটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত ভর্তি কমিটির সভায় নেওয়া হবে।

এর আগে বিকেল ৪ টার দিকে চারুকলা ইনিস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি সভা শুরু হয়।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm