চবির বাসে ছাত্রী-শিক্ষকের ঝগড়া, কান ধরে ‘উঠবস’ করানোর হুমকিতে তোলপাড়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি বাসে এক অধ্যাপকের সঙ্গে ছাত্রীর বাকবিতণ্ডা হঠাৎ জন্ম দিয়েছে বিতর্কের। ছাত্রীর অভিযোগ, ওই শিক্ষক তাকে ‘কান ধরে উঠবস করাবো’ বলে হুমকি দিয়েছেন। ঘটনার সময় বাসে ছিলেন শিক্ষক ও শিক্ষার্থী মিলিয়ে বাসভর্তি যাত্রী। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবেশে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, বাস ব্যবস্থাপনা ও পারমিশন নিয়ন্ত্রণ নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

রোববার (২ নভেম্বর) সাড়ে ৮টার বিশ্ববিদ্যালয়গামী বাসে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ছাত্রী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি ২০২২ সাল থেকে নিয়মিত এই বাস ব্যবহার করছেন, কিন্তু এদিন প্রথম কোনো শিক্ষক এভাবে জঘন্য আচরণ করেছেন। তিনি জানান, জিইসি থেকে বাসে উঠার সময় ড. মুহাম্মদ আলী হায়দার ড্রাইভার ও হেলপারকে শাসন করেছিলেন, কেন শিক্ষক-কর্মচারী ছাড়া শিক্ষার্থী বাসে উঠেছে। এরপর তিনি বসে কথা বলার সময় অধ্যাপক তাকে ধমক দিয়ে বলেন কথা না বলতে। হকচকিয়ে তার প্রশ্নের উত্তরে অধ্যাপক চিৎকার করে বলেন, ‘এইটা আমাদের বাস না, এখানে আমাদের কথা বলার অধিকার নাই’।

যখন শিক্ষার্থী জানায় যে প্রক্টর পারমিশন দিয়েছেন, তখন অধ্যাপক আঙুল তোলেন এবং জানান, প্রক্টরের কোনো অথরিটি নেই, আর শিক্ষার্থীরা প্রমাণ করতে ব্যর্থ হলে ‘কান ধরে উঠবস করাবেন’।

ছাত্রী বলেন, এর পর অধ্যাপক তাকে বেয়াদব ভাষায় সতর্ক করেন ও বলেন, তিনি জানেন না কীভাবে শিক্ষকের সঙ্গে কথা বলতে হয় এবং বাসের অন্যান্য শিক্ষার্থীরাও তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখেছেন।

ঘটনার পর ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আলী হায়দার বলেন, তিনি ওইদিন সাড়ে আটটার বাসে উঠে প্রথমে এক পাশে বসেছিলেন এবং পেছনে একটি মেয়ে ও ছেলে কথা বলছিল। ড্রাইভার বারবার বাস থামিয়ে বাইরে লোক তুলছিলেন। তিনি ড্রাইভারকে প্রতিবাদ জানান এবং পিছনের শিক্ষার্থীকে কথা বলতে নিষেধ করেন।

শিক্ষার্থী প্রক্টর পারমিশনের কথা উল্লেখ করলে তিনি জানতে চেয়েছেন, কাগজে প্রমাণ দেখাতে পারবে কি না। এ বিষয়ে প্রমাণ না থাকলে তিনি হুমকি দেন, ‘কান ধরে উঠবস করাবেন’।

অধ্যাপক বলেন, শিক্ষার্থী গালিগালাজ ও অশালীন ভাষায় উত্তেজিত হন, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরবর্তীতে আরও কয়েকজন শিক্ষার্থী বাসের দরজা বন্ধ করে সামনের সিট দখল করে এবং ফোনে প্রক্টর অফিস ও ছাত্র নেতাদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। তিনি উল্লেখ করেন, তার ছোট সন্তানও বাসে ছিল এবং তাদের সঙ্গে আচরণ শোভন হয়নি।

ksrm