চবির ফ্রি ইন্টারনেট নিয়ে নয়ছয়, ২১ দিনেও দেয়া হয়নি ডিসেম্বর মাসের ডাটা

অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষের ঘোষিত প্রতিমাসের ফ্রি ১৫ জিবি ডাটা নিয়ে চলছে নয়ছয়। নভেম্বর মাসে ১৫ জিবি ডাটা দেওয়া হলেও ডিসেম্বর মাসের ২১ দিন পার হওয়ার পরও ডাটা দেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীদের বাধ্য হয়ে নিজেদের টাকা দিয়ে ডাটা কিনে ক্লাস করতে হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ডাটা দেওয়ার বিষয়টি ‘প্রসেসিংয়ে’ আছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী প্রতিমাসে ১৫ জিবি ডাটা দেওয়ার কথা। ঘোষণা অনুযায়ী অনেকেই পরবর্তী মাসে পাবেন ভেবে নভেম্বর মাসে সব ডাটা শেষ করে ফেলেছেন। কিন্তু ২০ দিনেও ডাটা না পেয়ে তারা ১০০ টাকা দিয়ে নিজেরাই ডাটা কিনে নিচ্ছেন। শিক্ষার্থীরা প্রশ্ন রেখে বলেন, মাসের ২১ দিনেও যদি ডাটা না দেওয়া হয় তাহলে সেই ডাটা দিয়ে তারা কী করবেন?

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে প্রতিমাসে শিক্ষক-শিক্ষার্থীদের রবি সিমের মাধ্যমে ১৫ জিবি ডাটা বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। এর জন্য নির্দিষ্ট ফরমে নির্দিষ্ট সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদন করতে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বিনামূল্যের ডাটার জন্য বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৬০০ শিক্ষক-শিক্ষার্থী আবেদন করেন। ১ নভেম্বর থেকে কয়েক কিস্তিতে ৯ হাজার ৪১৫ জনের কাছে এই ১৫ জিবি ডাটা পৌঁছে দেওয়া হয়। বাকিদের সিমে বিভিন্ন সমস্যা থাকায় নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে মেসেজ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ডাটা দিয়ে ব্যবহার করা যাবে শুধুমাত্র জুম, গুগল ড্রাইভ, বিডিরেন, হোয়াটসঅ্যাপ, চবি ওয়েবসাইট, হটমেইল এবং ইয়াহু।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আইনুন পায়েল বলেন, ‘প্রতিমাসে ডাটা দেবে ভেবে ডিসেম্বরের ১ তারিখেই সব ডাটা শেষ করে ফেলেছি। কিন্তু কয়েকদিন অপেক্ষার পরও ডাটা পাইনি। পরে নতুন করে ডাটা কিনে নিয়েছি।’

হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাউসার ভূইয়া বলেন, ‘মাসের শুরুতে ডাটা পাবো ভেবে প্রথমে ডাটা কিনি নাই। পরে ১৫ দিন অপেক্ষার পরও দেখি ডাটা আসার নাম নাই। তাই ক্লাস করতে বাধ্য হয়ে নিজেই ডাটা কিনে নিয়েছি।’

আরবি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ খালেদ হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে প্রতি মাসে ডাটা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু ১৫ দিন পরেও ডাটা দেবে কি দেবে না, অথবা কোন সমস্যা হচ্ছে কিনা তাও বলা হয়নি। একদিকে ডাটা শেষ, অন্যদিকে ক্লাস চলছে। পরে ১০০ টাকা দিয়ে ১৫ জিবি নিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ঠিক সময়ে ডাটা দিতে না পারে তা বলে দিতে পারতো।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ডিসেম্বর মাসের ডাটা দেওয়ার বিষয়টি প্রসেসিংয়ে আছে। আগামী দুই একদিনের মধ্যেই শিক্ষার্থীদের যারা সব ডাটা ব্যবহার করে ফেলছে তারা ডাটা পেয়ে যাবে। বাকিরা ১৫ জিবি পুরো শেষ হলে পাবে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm