চবির প্রথম বর্ষের ক্লাস শুরু কাল

1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন অনুষদভুক্ত বিভাগ ও ইনিস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস একযোগে শুরু হবে কাল বুধবার।

ইতোমধ্যে সকল বিভাগ ও ইনিস্টিটিউটের সিলেবাস, ক্লাস রুটিন, একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন চবি একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন।

s alam president – mobile

তিনি জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস একযোগে ১ জানুয়ারি শুরু হবে। সকল বিভাগ ও ইনিস্টিটিউটে নির্দেশনা দেয়া হয়েছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!