চবির পাহাড়ে মাটির নিচে মিললো বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও স্যার এএফ রহমান হলের মধ্যবর্তী একটি পাহাড় থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে প্রক্টরিয়াল বডির সহায়তায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। দেশীয় অস্ত্রের মধ্যে রামদা, কিরিচ, দা, ছুড়িসহ বিভিন্ন ধরনের অন্তত ২৮টি অস্ত্র রয়েছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আলাওল ও এফ রহমান হলের মধ্যবর্তী পেছনে পানির ট্যাংকির কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা মরিচা ধরা কিছু দেশীয় অস্ত্রের সন্ধান পায়। পরবর্তীতে আমরা প্রক্টরিয়াল বডিকে নিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করি। এগুলো ১০ থেকে ১৫ বছরের পুরনো বলেও ধারণা করছি।’

এমআইটি/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!