চবির পাহাড়ে ফের আগুন, পুড়ছে গাছ

চবির পাহাড়ে ফের আগুন, পুড়ছে গাছ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের একটি পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক গাছপালা পুড়ে গেছে।

শনিবার (২১ মার্চ) আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝর্ণার পাশের পাহাড়ে এই আগুন দেখা যায়। সন্ধ্যা সোয়া আটটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা মাত্র আগুন লাগা পাহাড় দেখে এসেছি। এই মুহূর্তে আমাদের কিছু করণীয় নেই। আগুন অনেক উপরে। নিচের দিকে আসলে তখন নেভানোর ব্যবস্থা নিব।

বারবার পাহাড়ে আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন কারনে আগুন লাগতে পারে। কিছুদিন আগে সিগারেট থেকে আগুন লাগছিলো। এবারও এমন কিছু হবে।’

এর আগে ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদের মধ্যবর্তী পাহাড়ে এই আগুন দেখা যায়। ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে ১১ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বঙ্গবন্ধু হলের পেছনের পাহাড়ে আগুন দেখা যায়। এছাড়া আরো কয়েকবার বিভিন্ন পাহাড়ে ছোট ছোট আগুন দেখা যায়।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!