চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর মনিরুল হাসান।
সোহরাওয়ার্দী হলে প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মাইনুল হাসান চৌধুরী।
শাহ আমানত হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা।
জননেত্রী শেখ হাসিনা হলে প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর আ. ক. ম রেজাউর রহমান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর মনিরুল হাসান বলেন, ‘আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনটি হলে প্রভোস্ট নিয়োগ দিয়েছেন। সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট পদে ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মাইনুল, হাসান, শাহ আমানত হলের প্রভোস্ট পদে আইন বিভাগের সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা ও জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট পদে পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর আ. ক. ম রেজাউর রহমানকে নিয়োগ পেয়েছেন।’
এমআইটি/এমএফও