চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশ করেছে মাত্র ৪ হাজার ৯২২ জন শিক্ষার্থী। যা শতকরার হিসেবে মাত্র ১৭ শতাংশ। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছে প্রায় ২৩ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী।
শনিবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন ডি ইউনিটের জয়েন্ট কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ
তিনি বলেন, রাতে ডি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৯ হাজার ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৯২২ জন শিক্ষার্থী। শতকরার হিসাবে ১৭.১৬ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এর আগে গত সোমবার সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১২টি কেন্দ্রে দুই শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী আবেদন করে।
তবে সম্মিলিত এই ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন ২৯ হাজার ৮২ জন ভর্তিচ্ছু। এদের মধ্যে সকালের শিফটে অংশ নিয়েছেন ১৪ হাজার ৪৬৭ জন ও বিকেলের শিফটে অংশ নিয়েছেন ১৪ হাজার ৬১৫ জন।
এমআইটি/সিপি