চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার ৫ দিন পার হলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। ‘এ’ ইউনিটের পরীক্ষা ‘ডি’ ইউনিটের পরে অনুষ্ঠিত হলেও ইতোমধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছে।
তবে ‘ডি’ ইউনিটের ফলাফল কেন প্রকাশ হচ্ছে না, এই বিষয়ে মুখ খুলছেন না সংশ্লিষ্ট কেউই। ফলে এ নিয়ে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে ‘ডি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীকে দুই দিন ধরে মুঠোফোনে কল দিলেও তিনি কল ধরেননি।
এর আগে গত ৩১ অক্টোবর পরীক্ষা শেষ হওয়ার পর ইউনিটের কো-অর্ডিনেটর কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী জানিয়েছিলেন ফলাফল তৈরির কাজ ৩ নভেম্বর শুরু হবে। পরবর্তীতে বৃহস্পতিবার (০৪ নভেম্বর) তিনি জানান, ভোর রাতের দিকে ফলাফল তৈরি করা হয়েছে।
৩৬ হজার ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৩০১ জন উত্তীর্ণ হয়েছে। বাকিরা ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে অনুত্তীর্ণ হয়েছেন। পাশের হার ২৮ দশমিক ১৩ শতাংশ। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০৩ দশমিক ৫০। ফলাফল আইসিটিতে পাঠানো হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমাদের কাছে ডি-ইউনিটের ফলাফল পাঠানো হয়েছিল। পরবর্তীতে আবার ফলাফল প্রকাশ করতে নিষেধ করায় আমরা প্রকাশ করিনি। তবে কেন ফলাফল প্রকাশ করতে নিষেধ করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অন্যান্য ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার অনধিক দুই দিনের মধ্যে বিভিন্ন ইউনিটের ফল প্রকাশ হয়েছে। গত ৩০ ও ৩১ অক্টোবর প্রতিদিন সকাল-বিকেল দুই শিফটে ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে সম্মিলিত এই ইউনিটের পরীক্ষায় অংশ নেয় ৩৫ হাজার ৫০২ জন।
এমআইটি/সিপি