চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিজেও বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
তিনি নির্বাচনে দুর্নীতির বিষয়ে বিশেষজ্ঞ। ২০২৩ সালে তিনি চাকরি থেকে অবসরে যান।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘আমার সাথে শিক্ষা উপদেষ্টার কথা হয়েছে। তিনি আমাকে উপাচার্যের বিষয়ে নিশ্চিত করেছেন। তবে প্রজ্ঞাপন কবে জারি হবে তা আমার জানা নেই।’
অধ্যাপক ইয়াহ্ইয়া আখতারের বাড়ি খুলনা জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এমআই/সিপি