চবির অতিশ দীপঙ্কর হলের প্রথম প্রভোস্ট হলেন রেজাউল করিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতিশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রথম প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। আগামী শিক্ষাবর্ষ থেকে এই হলে আসন বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে তিনি প্রভোস্ট হিসেবে যোগদান করেছেন।

এর আগে গত ৩০ জুন তাকে এক বছরের জন্য প্রথম প্রভোস্ট হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান।

জানা গেছে, রেজাউল করিম ২০১০ সালে শহীদ আব্দুর রব হলের আবাসিক হিসেবে দ্বায়িত্বপালন করেন। ২০১১ ও ২০১৯ সালে তিনি এক বছর করে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপালন করেন। এছাড়া তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়
ভারপ্রাপ্ত প্রক্টর ও ২০১৩ সালে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদকও ছিলেন।

এমআইটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm