চবিতে ৩ হাজার ঘনফুট সরকারি গাছ জব্দ

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেটে যাওয়ার পথে রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ঘনফুট কাটা গাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গাছের মালিকানা কেউ দাবি না করায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সকালে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের রেলক্রসিং এলাকা থেকে বন বিভাগের সরকারি তিন হাজার ঘনফুট গাছ জব্দ করা হয়েছে। গাছের মালিকানা কেউ দাবি না করায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়েছে।’

এএইচ

s alam president – mobile

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!